November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘Not to target civilian areas’ -পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মুখে শান্তির বার্তা ইমরান খানের। অন্যদিকে লাগাতার মর্টার ছুড়ে চলেছে পাকিস্তান সেনা। ভারতীয় সেনা ছাউনির পাশাপাশি সীমান্ত সংলগ্ন গ্রামগুলোকে বারবার টার্গেট করছে পাকিস্তান। গত কয়েকদিন লাগাতার পাকিস্তান সেনার শেলিংয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে সীমান্ত সংলগ্ন এলাকায়। একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মর্টার ছিটকে জখম হয়েছেন বহু নিরীহ গ্রামবাসী। শুধু তাই নয়, একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মানুষকে সরানোর কাজ করছে ভারতীয় সেনাবাহিনী। এই অবস্থায় পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারতীয় সেনাবাহিনী।

গত ২৪ ঘন্টায় ভারি অস্ত্রের সাহায্যে কৃষ্ণা ঘাঁটি এলাকায় হেভি মর্টার শেলিং করেছে পাকিস্তান সেনা। প্রত্যেক ক্ষেত্রে জনবসতিপূর্ণ এলাকাগুলিকে টার্গেট করা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। আর তা যাতে না করা হয় সেই বিষয়টি জানিয়েই পাকিস্তানকে সাবধান করে দিলো ভারতীয় সেনা।

ভারতীয় সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট প্রফেশনাল সেনাবাহিনী। সাধারণ মানুষের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রেখে চলেছে তাঁরা। তবে যেভাবে পাকিস্তান সাধারণ মানুষকে টার্গেট করছে তার পাল্টা জবাব সেনা দেবে বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় সেনা।

একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সেনাবাহিনী সব সময় টার্গেট করছে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের ঘাঁটি। কিন্তু কখনই বসতি এলাকাকে টার্গেট করছে না। এমনকি সাধারণ মানুষের মৃত্যুও কাম্য নয় বলে পাকিস্তানকে সাফ হুঁশিয়ারি ভারতীয় সেনাবাহিনীর।

 

Related Posts

Leave a Reply