জইশকে ব্যবহার করেই ভারতে হামলা চালায় আইএসআই! -মোশারফ
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ জানান, তার দেশের গোয়েন্দা সংস্থা আইএসআই জইশ-ই-মোহাম্মদকে ব্যবহার করেই ভারতে হামলা চালিয়েছিল। তার আমলেই এই ঘটনা ঘটেছিল। ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত ক্ষমতায় ছিলেন পারভেজ মোশারফ।
একটি টক-শোতে পাকিস্তানি সাংবাদিক নাদিম মালিককে দেওয়া সাক্ষাৎকারে পারভেজ মোশাররফ এই কথা বলেন। তিনি আরও জানিয়েছেন, এই জঙ্গি গোষ্ঠী তাকে দুবার খুন করারও চেষ্টা চালিয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি নিজের শাসনকালে এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেননি। তার উত্তরে পারভেজ মোশাররফ বলেন, তখন সময় অন্যরকম ছিল।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় বাহিনীর ওপর হামলা চালিয়েছিল মাসুদ আজহার নেতৃত্বাধীন জইশ-ই-মোহাম্মদ। ওই হামলায় ৪৪ ভারতীয় সেনার মৃত্যু হয়। এই ঘটনার পর আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে জঙ্গিদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। মাসুদ আজহারের ছেলে ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, হাফিজ সইদের সংগঠন জামাত-উদ-দাওয়াকেও নিষিদ্ধ করা হয়েছে।