পাকিস্তানী হাইকমিশনারকে ফের দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিলো পাকিস্তান
কলকাতা টাইমসঃ
কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের তেমন লক্ষণ নেই। প্রতিদিনই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তবর্তী গ্রামগুলোতে হামলা চালাচ্ছে পাকিস্তান। গতকালই এই বিষয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনা। এরই মধ্যে ভারতে নিযুক্ত পাকিস্তানী হাইকমিশনারকে দিল্লিতে পাঠানোর উদ্যোগ নিলো পাকিস্তান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রক মারফত এই তথ্য জানা যাচ্ছে।
বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, ‘আমাদের হাইকমিশনারকে নয়াদিল্লিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে, যা একটি ইতিবাচক উন্নতি।’