November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

ভারতের সমর সজ্জায় যুক্ত হতে চলেছে ভয়াবহ ‘নিউক্লিয়ার সাবমেরিন’ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

র্তমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছ থেকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন আনতে চলেছে ভারত। তিন বিলিয়ন ডলারের এই চুক্তি অনুযায়ী ভারতকে ১০ বছরের জন্য পরমাণু শক্তিচালিত সাবমেরিনটি ভাড়ায় দেবে রাশিয়া। ভারত-পাক উত্তেজনার মধ্যেই সাবমেরিনটি আনার ব্যবস্থা করার মাধ্যমে কার্যত পাকিস্তানকে বার্তা দিলো ভারত। প্রসঙ্গত, পরমাণু শক্তিধর দেশ দু’টি ফেব্রুয়ারি ২৭ তারিখ আকাশ যুদ্ধে জড়িয়ে পড়ে। পাকিস্তান অধ্যুষিত কাশ্মিরে জঙ্গি শিবির গুড়িয়ে দেয় ভারত।

মূলত আক্রমণের কাজে ব্যবহারে-সক্ষম আকুলা শ্রেণির পরমাণু ডুবোজাহাজকে ভারত ‘চক্র-৩’ হিসেবে নামকরণ করবে। ২০২৫ সালের মধ্যে চক্র-৩’কে ভারতের কাছে হস্তান্তর করা হবে। দামসহ অন্যান্য বিষয়ে কয়েক মাসব্যাপী নানান আলোচনার পর দুই দেশের মধ্যে এই চুক্তি সই করা হয়। সরকারি পর্যায়ে চুক্তি হয়েছে ৭ মার্চ।

ভারতকে এই নিয়ে তিনটি সাবমেরিন ভাড়া দিল রাশিয়া। আইএনএস চক্র নামের ডুবোজাহাজ ১৯৮৮ সালে তিন বছরের জন্য ভারতকে ইজারা দেওয়া হয়েছিল। ২০১২ সালে ১০ বছরের জন্য ইজারা দেওয়া হয় আইএনএস চক্র-২’কে। ২০২২ সালে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে।

Related Posts

Leave a Reply