সময় বদলে দিলো আমেরিকা !
কলকাতা টাইমসঃ
সময় নিজেই বদলে দেয় সব কিছু। সময়কে বদলে দেওয়া সম্ভব নয়। এটাই বাস্তব।কিন্তু অবাক করা ঘটনা হলো, প্রতি বছরই আমেরিকায় পাল্টে যায় সময়। গতকাল রবিবার রাত দুটোর সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে এনে তিনটে করে দেওয়া হয়েছে। মার্কিনিরা একে বলে ‘সূর্যের আলোকে কাজে লাগানোর সময়সূচি’ বা ‘ডে লাইট সেভিংস টাইম’।
আমেরিকার অধিকাংশ এলাকাতেই এই সময়সূচি বহাল থাকবে নভেম্বরের ৩ তারিখ রাত দুটো পর্যন্ত। এই বিষয়টিকে নিয়ে রসিকতা শুরু করেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। তাদের মতে, আমেরিকানরা সকাল ৮ টাকে সকাল ৯ টা বলে ডাকা শুরু করলেও বিশ্বের সব জায়গায় সেটা সকাল ৮টাই থাকবে, সকাল ৯টা হবে না!