বাজারে এলো ‘স্মার্ট ফ্যান’ !
কলকাতা টাইমসঃ
প্রযুক্তির আধুনিকীকরণ ‘স্মার্ট ফ্যান’। মোবাইলে ডাউনলোড করা অ্যাপ দিয়েই হবে নিয়ন্ত্রণ। এটি তাপমাত্রা বুঝে তার গতিতে ঘুরবে। এই ফ্যান বাজারে আনলো ‘Ottomate International’।
তাদের ‘Lava’ ব্রান্ডের স্মার্টফোনের মধ্যে রয়েছে একটি কোয়ালকম চিপসেট। যা অ্যাপের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে আবার ঘরের তাপমাত্রা বুঝতে পারে। App থেকে ‘ব্রিজ মোড’-এ মিলবে আরামদায়ক বাতাস আর ‘টার্বো মোড’-এ সর্বোচ্চ গতিতে ঘুরবে এই ফ্যান। ‘টার্বো মোড’ আসলে Ottomate স্মার্ট সিলিং ফ্যানের ‘হাই স্পিড’ ফ্যানিং মোড।