১৩৩ বছর ডুবে থাকা বোতলে নতুন মদ !
কলকাতা টাইমসঃ
১৩৩ বছর আগে ডুবে যাওয়া বোতলে আসছে নতুন মদ! ফায়ার আইল্যান্ডের কাছে ডুবে যাওয়া বিলাসবহুল এসএস অরিগন নামের জাহাজটি ২০১৭ সালে উদ্ধার হয়। জাহাজটি থেকে উদ্ধার হয় প্রচুর বিয়ারের বোতল। এই বোতলেই প্রস্তুত হচ্ছে নতুন মদ।
নাম দেওয়া হয়েছে ‘ডিপ অ্যাসেন্ট’। নিউ ইয়র্কের হলব্রুকে অবস্থিত সেইন্ট জেমস ব্রুয়ারি নামের মদ প্রস্তুতকারক কম্পানি এর উদ্ভাবক। সম্প্রতি নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে আয়োজিত নিউ ইয়র্ক স্টেট ব্রুয়ারস অ্যাসোসিয়েশন ক্রাফট বিয়ার ফেস্টিভ্যালে এটির অভিষেক হয়।