এবার নেদারল্যান্ডে চলন্ত ট্রামে বন্দুকধারীর হামলা ! আহত বহু
কলকাতা টাইমসঃ
নিউজিল্যান্ডের মসজিদ হামলার রেশ কাটতে না কাটতে ফের বন্দুকধারীর হামলায় আতঙ্ক ছড়াল ইউরোপে। আজ, সোমবার নেদারল্যান্ডের ডাচ সিটি অব ইউট্রেটে এই ঘটনাটি ঘটে।
সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ একটি চলন্ত ট্রামের মধ্যে উঠে হঠাৎই হামলা চালায় এক যুবক। খবর রয়টার্স সূত্রে। এলোপাতাড়ি গুলির আঘাতে ট্রামের ভেতরে থাকা বহু যাত্রী আহত হয়েছেন। এখনো মৃতের সংখ্যা জানা যায়নি। হামলার পরই পালিয়ে যায় ওই বন্দুকধারী।