ডিম কিনতে পাওয়া ২৮ লক্ষ টাকাই নিহতদের পরিবারকে দান করলেন উইল কনোলি
কলকাতা টাইমসঃ
অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে রীতিমতো তারকা বনে গিয়েছেন উইল কনোলি নামের এক কিশোর। ১৭ বছরের এই কিশোর এখন ‘এগ বয়’ নামে পরিচিত।ঘটনার পর নিউজিল্যান্ডের হামলার ঘটনায় মুসলিম অভিবাসীদেরই দায়ী করেন অষ্ট্রেলিয়ার সেনেটর ফ্রেজার অ্যানিং। সেই কারণেই ডিম্ ছুড়ে প্রতিবাদ জানায় কনোলি।
ঘটনার পর ফ্রেজার অ্যানিংকে সেনেটর পদ থেকে তাঁর অপসারণ চেয়ে পিটিশনে সই করেন লক্ষ লক্ষ মানুষ। আরো ডিম্ কেনার জন্য তহবিল তৈরী করে নেটিজেনরা। এক দিনেই তাতে ২৮ লক্ষ টাকা জমা পড়ে। পুরো টাকাটাই ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ‘এগ বয়’।