November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে ‘Gmail Inbox’ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ব্যবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখে একাধিক অ্যাপ তৈরী করেছে গুগল। রয়েছে Google Pay, Google Assistant, Google Duo-র মতো একাধিক অ্যাপ। এবার অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম বন্ধ করে দিতে চলেছে গুগল।

জানা গেছে, আগামী ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে ‘Google Inbox’। ২০১৪ সালের ২২ অক্টোবর Gmail ব্যবহারকারীদের জন্য চালু হয়েছিল এই অ্যাপ। এবার ‘Inbox’-এর পরিবর্তে ‘Bundles’ ফিচারটি যুক্ত করা হবে Gmail-এর সঙ্গে। এই ‘Bundles’ ফিচারে একই বিষয়ের একাধিক মেইল গ্রুপ করে রাখা যাবে। এছাড়াও একাধিক নতুন ফিচার যুক্ত হচ্ছে Gmail-এ।

 

Related Posts

Leave a Reply