ক্রিকেট বিশ্বকাপ খেলতে চলেছে নাইজেরিয়া !
কলকাতা টাইমসঃ
ফুটবল বিশ্বকাপে নাইজেরিয়াকে বলা হয় ‘সুপার ঈগল’। ১৯৯৪ সাল থেকে বিশ্বকাপ ফুটবল মাতিয়ে আসছে তারা। এবার আফ্রিকা থেকে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ দিনে সিয়েরা লিওনকে দুই উইকেটে হারিয়ে চূড়ান্তপর্বে জায়গা করে নিলো নাইজেরিয়া।
প্রথমে ব্যাট করে ১৩৮ রানে সিয়েরা লিওনকে অলআউট করে দেয় নাইজেরিয়ানরা। ৩৬ বল বাকি থাকতেই জয় পায় তারা। ক্রিকেটের কোনো বিশ্ব আসরে প্রথমবারের মতো জায়গা করে নেয় আফ্রিকার এই দেশটি। নাইজেরিয়ায় ক্রিকেট নতুন নয়। বহু আগেই ব্রিটিশদের হাত ধরে ক্রিকেটে হাতেখড়ি। সম্প্রতি ক্রিকেটের প্রতি আগ্রহ বেড়েছে দেশটির। ২০০২ সালে আইসিসির সহযোগী দেশ হিসেবে সদস্যপদও পেয়েছে নাইজেরিয়া।