এখানে শিশুরাও যোদ্ধা !
কলকাতা
টাইমসঃ ছোট্ট কাঁধে জলের গ্যালন নিয়ে ১৩ বছরের আহমেদ গাছে জল দেয়। কবরের নামফলক থেকে ধুলো মুছে ফেলার বিনিময়ে মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে যা অর্থ পায় তা তুলে দেয় পরিবারের হাতে। এটা ইয়েমেনের বর্তমান শিশুদের বাস্তব চিত্র।
ইয়েমেনে মেয়ে শিশুদের বাধ্য হয়ে বাল্য বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং ছেলে শিশুদের যোদ্ধা হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। বিশ্বব্যাংক জানায়, চরম দরিদ্র পরিবারগুলো উপার্জনের জন্য তাদের শিশু সন্তানদের ওপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছে।