আশঙ্কামুক্ত জাফর ইকবাল
নিউজ ডেস্কঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তথা লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা সামরিক হাসপাতালের চিকিৎসকরা।হাসপাতালের তরফে জানানো হয়, শনিবার রাতে হাসপাতালে আনার পর জাফর ইকবালের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বর্তমানে তিনি সজ্ঞান ও আশঙ্কামুক্ত রয়েছেন। তার মাথায় চারটি, পিটে ও হাতে একটি করে আঘাত রয়েছে। তিনি এখন স্বাভাবিকভাবে রয়েছেন। তার মানসিক অবস্থা ভালো।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে ড. জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুর রহমার নামের এক যুবক। হামলাকারী যুবককে হাতে নাতে ধরে ফেলে শিক্ষার্থীরা। চলে গণধোলাই। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।