মানবদেহে নতুন অঙ্গের ‘সন্ধান’
কলকাতা টাইমস :
মানবদেহে নতুন অঙ্গের ‘সন্ধান’ পেয়েছেন বলে মনে করছেন বিজ্ঞানীরা। যদিও তারা এ বিষয়ে চূড়ান্ত মতামত দেননি। সায়েন্টিফিক রিপোর্ট নামের একটি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা এমন দাবি করেন। সন্ধান পাওয়া অঙ্গটি ক্যান্সারসহ নানা রোগকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
শরীরের অন্যতম বৃহৎ এ অঙ্গটির নাম interstitium (inter-STISH-um)। এ অঙ্গটির অস্তিত্ব পুরো শরীর এবং শ্বাসতন্ত্র, ইউরিন সিস্টেম জুড়েও আছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।