‘আম্রপালি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে ধোনি
কলকাতা টাইমসঃ
রিয়েল এস্টেট কোম্পানি আম্রপালির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগ আনলেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৯ সাল থেকে তাদের ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের জন্য ধোনিকে ব্যবহার করেছে আম্রপালি।কয়েক হাজার গ্রাহকের সঙ্গে প্রতারণা করা অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।বিষয়টি নজরে এলে চুক্তি থেকে সরে আসেন ক্যাপ্টেন কুল। তার স্ত্রী সাক্ষীও এই গ্রুপটির সঙ্গে যুক্ত ছিলেন।
সবমিলিয়ে এখনও প্রায় ৪০ কোটি টাকা পাওনা রয়েছে ধোনি পরিবারের। পাওনা আদায়ের জন্য সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির দাবি, আম্রপালির কাছে তিনি ৩৮ কোটি ৯৫ লাখ টাকারও বেশি পাবেন। চুক্তির সব কাগজপত্রও সর্বোচ্চ আদালতে জমা দিয়েছেন ধোনি।