‘সারদা মন্দির’ ভারতীয়দের জন্য খুলে দিতে চাইছে পাকিস্তান !
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের প্রস্তাব, পাঁচ হাজার বছরের সারদা মন্দির এবার তারা দু’দেশের জন্যই খুলে দিতে চায়। এই জায়গাটি সারদা পীঠ বলেই পরিচিত। যা সম্রাট অশোকের তৈরি বলে কথিত রয়েছে। মনোরম এই তীর্থস্থানে যাতায়াত করতে গড়ে তোলা হোক সারদা করিডর। এমনটাই প্রস্তাব পাকিস্তানের।
পুলওয়ামার পর বেকায়দায় পড়ে এখন নানা আছিলায় বন্ধুত্বের রাস্তা খুঁজছে পাকিস্তান। পুণ্যার্থীদের আবেগের কথা মাথায় রেখে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বিদেশ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী ভি কে সিং বিষয়টি রাজ্যসভায় তুলেছিলেন। ২০১১ সালের ২৭ জুলাইও যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল এই সারদা পীঠের বিষয়ে।