পদত্যাগ করতে রাজি টেরেসা মে
কলকাতা টাইমসঃ
ব্রেক্সিট চুক্তি নিয়ে টালমাটাল ব্রিটেনে শেষপর্যন্ত পদত্যাগ করতে রাজি হলেন প্রধানমন্ত্রী টেরেসা মে। তবে এর জন্য নিজের দলের কাছে একটি শর্ত রেখেছেন তিনি। সেটি হলো ব্রেক্সিট চুক্তিতে তার দলের এমপিরা তাকে সমর্থন দিলে তবেই তিনি পদত্যাগ করবেন।
তিনি বলেছেন, ব্রেক্সিট চুক্তি পাস হলে পরবর্তী পর্যায়ে ইইউ’র সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের কোনো আলোচনায় তিনি থাকবেন না। চুক্তিটি পাস হলেই টেরেসা মে পদ ছেড়ে যাবেন। অর্থাৎ তিনি চুক্তি পাস হওয়ার পর আর দায়িত্বে থাকছেন না।