November 25, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

জানেন কি এমন ১৮টি শব্দ যার ইংরেজি হয় না!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

ই মুহূর্তে গোটা পৃথিবীর মানুষ প্রায় ৬ হাজার ৫০০টি ভাষায় কথা বলে। আর এতগুলোর ভাষার ১ শতাংশ ভাষাও হয়ত মানুষের জানা নেই। কখনো যদি সেই সব অজানা ভাষার অজানা কিছু শব্দের মানে জানতে হয়? তবে নির্ভর করতে হয় ইংরেজির ওপর। সেইসব শব্দ বুঝতে তখন ইংরেজিতে অনুবাদ করে নেয়া হয়। কিন্তু যেসব শব্দের ইংরেজি মানে হয় না! জেনেনিন এমন ১৮টি বিভিন্ন দেশের শব্দ, যে শব্দগুলোর ইংরেজি অর্থ হয় না:-

১. বাকু-শান (জাপানি) – একজন সুন্দরী মহিলা যাকে শুধু পিছন থেকে দেখলেই ভাল লাগে।

২. ঝাঘঝাঘ (পার্সি) – প্রচণ্ড ঠাণ্ডায় দাঁতে দাঁত লেগে যাওয়ার শব্দ।

৩. ব্যাকপেইফেঞ্জেসিথ (জার্মান) – যে মুখ ঘুষি খাওয়ার যোগ্য।

৪. কোমোরেবি (জাপানি) – সূর্যরশ্মি অনেকগুলো গাছের ওপর পড়লে গাছের ফাঁক দিয়ে যে পরিমাণ রশ্মি দেখা যায়।

৫. ট্যারটেল (স্কটিশ) – কোনো মানুষের নাম মনে করতে না পারলে তার সঙ্গে হ্যাণ্ডশেক করার সময় যে দ্বিধা হয়।

৬. ক্যাফিউনে (পর্তুগিজ) – নিজের আঙুল অন্যের চুলের মধ্যে চালানো।

৭. এজওতোরি (জাপানি) – চুল কাটার পর যদি দেখতে বাজে লাগে।

৮. এনটারটের (ফরাসি) – গোটা কেক কারো মুখে ছুঁড়ে দেয়া।

৯. স্কন্যাপসাইড (জার্মান) – পানীয় গ্রহণ করা অবস্থায় মাথা থেকে কোনো আসাধারণ ধারণা বের হওয়া।

১০. সানদকু (জাপানি) – যে বই কেনা হয় কিন্তু কোনোদিন পড়া হয় না।

১১. অ্যাবিয়োকো (ইতালীয়) – পেট ভরে খাওয়ার পর ঘুমে ঢুলু ঢুলু ভাব।

১২. গিগিল (ফিলিপাইন) – খুব সুন্দর দেখতে এমন কোনো কিছু হাতে ধরতে ইচ্ছা হওয়া।

১৩. ভার্স্কলিমবেসার্ন (জার্মান) – কেউ যখন কোনো কিছু ভাল করতে চাইছে তখন সেটাকে খারাপ করে দেয়া।

১৪. সেগনেয়্যুর-টেরাসেস (ফরাসি) – ক্যাফেতে বসে কফির কাপে চুমুক দেয়া যখন তার আর অন্য কিছু কেনার থাকে না।

১৫. প্রজভোনিট (চেক) – নিজের ফোন বাদ দিয়ে অন্যের নম্বর ফোন করা এবং একটা রিং হওয়ার পরেই কেটে দেয়া যাতে অচেনা নম্বর দেখে সে ফোন করে।

১৬. এলএস্পিরিট দে লেসকেলিয়ার (ফরাসি) – ঘর ছেড়ে চলে আসার সময় সিঁড়িতে দাঁড়িয়ে শেষ মুহূর্তের কিছু আসাধারণ কথা।

১৭. পচেমুচকা (রাশিয়ান) – যে মানুষ খুব বেশি প্রশ্ন করে।

১৮. বিলিতা পাশ (কঙ্গো) – সকাল বেলায় দেখা খুব ভালো একটা স্বপ্ন যা গোটা দিনটাকে সুন্দর করে দেয়।

Related Posts

Leave a Reply