বার্সেলোনার সব খেলোয়াড়দের বিলাসবহুল গাড়ি উপহার দিলো ‘অডি’ !
কলকাতা টাইমসঃ
মেসিসহ বার্সেলোনার ২৫ জন খেলোয়াড় বিলাসবহুল গাড়ি উপহার পেলেন। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘অডি’ তাঁদের এই উপহার দেয়।স্পন্সরারের চুক্তির অংশ হিসেবে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ফিলিপ কুটিনহোদের হাতে নতুন গাড়ির চাবি তুলে দিল এই জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা। নিজেদের পছন্দ মতো অডি ব্র্যান্ডের বিভিন্ন মডেল থেকে গাড়ি বেছে নিয়েছেন মেসি সহ অন্য খেলোয়াড়রা।