‘মিশন শক্তি’র কারণে মহাকাশ স্টেশনের বড়সর ক্ষতির আশঙ্কা !
কলকাতা টাইমসঃ
ভারতের ‘মিশন শক্তি’র পরীক্ষার জেরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে নাসা। নাসার প্রধান জিম ব্রিডেনস্টিন জানাচ্ছেন, ‘‘‘এস্যাট’ ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে তৈরী ধবংসাবশেষের কোনও একটি বা দু’টি যদি ধাক্কা মারে মহাকাশ স্টেশনে, তা হলে স্টেশন তো বটেই, সেই স্টেশনে থাকা মহাকাশচারীদের পক্ষেও তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে।
তিনি জানান ভারতের এস্যাট পরীক্ষার পর কক্ষপথে ছোট, বড় ও মাঝারি নানা রকমের ধবংসাবশেষের সৃষ্টি হয়েছে। ১০ সেন্টিমিটারের চেয়েও বড় এরকম ৬০টি খণ্ডের ইতিমধ্যেই সন্ধান মিলেছে। এরাই ভয়াবহ ঘটনা ঘটিয়ে দিতে পারে যে কোনও মুহূর্তে। আগামী ১০ দিনে মহাকাশ স্টেশনে বিপদের আশঙ্কাকে অন্তত ৪৪ শতাংশ বাড়িয়ে দিয়েছে।’’