হলফ করে বলতে পারি, এমন মাছ আপনি জীবনেও দেখেননি!
কলকাতা টাইমস :
আমরা জানি মাছের চোখের পাতা নেই, পানির নিচেও চোখ খুলে সাঁতার কাটতে পারে। কিন্তু এটা কি জানেন যে, অনেক মাছের আবার চোখও নেই। অথচ সেই মাছের শুধু পানিতে সাঁতার কাটাই নয়, দেয়াল বেয়েও উঠতে পারে!
হ্যাঁ, এমনই এক মাছ দেখা গেছে থাইল্যান্ডে। এই মাছগুলোর চোখ নেই। এরা দেখতে পায় না। অনেকদিন আগে এ ধরনের কিছু মাছ দেখা গিয়েছিল। মাছগুলোর নাম ক্রিপটোটোরা থামিকোলা।
অদ্ভূত ধরনের এই মাছগুলো। তবে ক্রিপটোটোরা থামিকোলাই একমাত্র অন্ধ মাছ নয়। পাওয়া গেল আরো এক ধরনের মাছ, যার চোখ নেই।
তবু এরা মসৃন এবং অমসৃন উভয় জায়গাতেই চলতে পারে। এই মাছগুলো কেভফিস নামেই পরিচিত।