বলতে পারবেন, কোন রঙের গাড়ি বেশি দুর্ঘটনার কবলে পড়ে?
কলকাতা টাইমস :
একটা সময় দুর্ঘটনা সেটাকেই ধরা হত, যেটা রোজ রোজ ঘটে না। কিন্তু আজকের এই দ্রুত গতির জীবনে, দুর্ঘটনার মানেই যেন বদলে গিয়েছে। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা। মহান আল্লাহর কাছে সবার একটাই দোয়া, পৃথিবীতে কম ঘটুক এমন দুর্ঘটনা। কিন্তু, আজ পর্যন্ত যত দুর্ঘটনা ঘটে গিয়েছে, তারো তো একটা ইতিহাস বা বিজ্ঞান রয়েছে। বিজ্ঞানীরা আবিস্কার করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত যেসব গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে তার কালার কি?
সেই সব দুর্ঘটনার কথা হিসেব করে দেখা গিয়েছে যে, লাল রঙের গাড়ি সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে এখন পর্যন্ত। সাদা রঙের গাড়িতে দুর্ঘটনা তুলনায় কম ঘটে। এবার ভাবছেন, আপনার গাড়ির রঙ কী? সেই অনুযায়ী এখন থেকেই সাবধানতা অবলম্বন করা শুরু করতে পারেন। কিন্তু এর জন্য মহান আল্লাহর কাছে দোয়া করুন, যাতে আপনার জীবনে কোনো দুর্ঘটনা না ঘটে।
কিন্তু যারা এখনো গাড়ি কেনার কথা চিন্তা করেন নি, তাদেরকে বলছি নিজের গাড়ি কেনার সময় অন্তত এই তথ্যটা মাথায় রাখবেন। তাতে নিশ্চয়ই আপনারই ভালো হবে। এই তথ্যটি নেওয়া হয়েছে ‘অসাধারণ জ্ঞান’ নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।