অবিশ্বাস্য : মাছ কিন্তু মানুষের মত পা-নাক নিয়ে হেটে বেড়ায় সমুদ্রের নিচে !
কলকাতা টাইমস :
এটি কি ভিনগ্রহের কোন প্রাণী! নাকি সমুদ্রে থাকা কোন দানব? একদম সমুদ্রের তলদেশে তাদের বসবাস। রয়েছে মানুষের মত পা, পায়ের পাতা এবং নাকও।
তবে অবাক করার বিষয় হচ্ছে, এরা সাতার কেটে নয়, রীতিমত হেঁটেই তারা সমুদ্রের তলদেশে চলে যায়। আর এমনটা দেখে অনেকেই বলেছেন, এরা আসলে ভিন গ্রহের প্রাণী। আর তাতে আশঙ্কা বেড়েছে মতৎসজীবীদেরও।
তাদের মতে, মাছের মত দেখতে, অথচ মানুষের মত হেটে চলে বেড়ানো প্রাণীগুলি আসলে সমুদ্র রাক্ষস। সম্প্রতি ক্যারিবিয়ান সাগরে এমনই এক মাছের সন্ধান মিলেছে। যা দেখতে অনেকটাই মানুষের মত।
শুধু তাই নয়, ওই মাছগুলিকে রীতিমত হেটে চলে বেড়াতেও দেখেছেন অনেকে। আর যা দেখে বেশ খানিকটা ভয়ই পেয়ে গিয়েছেন ক্যারিবিয়ান সাগর সংলগ্ন ক্যারিয়াকো দ্বীপে বসবাসকারী বেশ কিছু অধিবাসী।
মানুষের মত দেখতে মাছটিকে দেখার পর অনেকেরই তাদের এলিয়ানের মত মনে হয়েছে বলেও জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা। এরকম মাছ আগে কেউ কখনও দেখেননি বলেও জানিয়েছেন।
ক্যারিয়াকো দ্বীপের মতৎসজীবীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা মাছ ধরার কাজ করছেন। কিন্তু, ওই ধরণের মাছ আগে কখনও চোখে পড়েনি। পাখনা ছাড়া অথচ মানুষের পা, নাকওয়ালা মাছকে নিয়ে তাই ইতিমধ্যেই বেশ শোরগোল পড়ে গিয়েছে ক্যারিয়াকো দ্বীপে।