ভয়ংকর আকার নিয়েছে সৌদির দমন পীড়ন নীতি
কলকাতা টাইমসঃ
সৌদি আরবে দমন পীড়ন নীতি এক ভয়ংকর রূপ নিলো। পরিস্থিতি যা তাতে অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সাংবাদিক সকলেই এখন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের চক্ষুশূল। খবর, লেখক-ব্লগারসহ অন্তত দশজন অ্যাক্টিভিস্টকে আটক করা হয়েছে। সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা এখনো তাজা।
যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে সালাহ আল হায়দারের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তার মা আজিজা আল ইউসুফ সৌদি আরবের মহিলা সুরক্ষা আন্দোলনের অন্যতম মুখ। এছাড়াও চিকিৎসক বদর আল ইব্রাহিমকে আটক করা হয়েছে। তিনি লেখক হিসেবেও যথেষ্ট পরিচিত।