ফেসবুককের কাছ থেকে কর আদায় করবে ফ্রান্স
কলকাতা টাইমসঃ
ফেসবুকের ওপর কর আরোপ করার সিদ্ধান্ত নিলো ফ্রান্স। শুক্রবার বুখারেস্টে ইউরো জোনের অর্থমন্ত্রীদের এক বৈঠকে এই কথা জানান ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লে ম্যাইরে। ফ্রান্সে ফেসবুকের মোট আয়ের ওপর তিন শতাংশ হারে কর আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
লে ম্যাইরে বলেন, আন্তর্জাতিক কর ব্যবস্থাকে জোরদার করতে আমরা সবচেয়ে বড় ডিজিটাল কোম্পানিগুলোর ওপর কর আরোপ করতে দৃঢ়প্রতিজ্ঞ। যদিও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকার তরফে পম্পেও জানান যে এই কর নেতিবাচক প্রভাব ফেলবে।