৪ ম্যাচে ২২ ছক্কা !
কলকাতা টাইমসঃ
চার ম্যাচে ২২ টা ছক্কা। হায়দরাবাদের বিরুদ্ধে চারটি। পাঞ্জাবের বিরুদ্ধে পাঁচটি। দিল্লির বিরুদ্ধে ছয়টি। আর আরসিবির বিরুদ্ধে সাতটি ছক্কা। প্রশ্ন ছিলো, এতো ছক্কার রসদ কী?উত্তর দিলেন সতীর্থ ক্রিস লিন। তিনি বললেন, অনেকদিন তো এমন হয়, রাসেল ব্রেকফাস্ট করতেও আসে না। টিম যখন ব্রেকফাস্ট করে। রাসেল তখন সুযোগ পেলেই চলে যায় জিমে। শরীর চর্চা করতে ও ভীষণ পছন্দ করে।
গতকাল আরসিবি’র বিরুদ্ধে ২০ বলে তখন ৬৮ রান বাকি ছিল। ১৩ বলে ৪৮ রান করে সেই অসম্ভবকে সম্ভব করে দেন রাসেল। ম্যাচ শেষে তিনি বলেন, ”টি-২০ ক্রিকেটে সব হয়। একটা ওভার খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি নিজের উপর বিশ্বাস হারাই না।