মাত্র ৩ কিলোমিটার রাস্তায় ১০০০ স্ট্রিট লাইট !
কলকাতা টাইমসঃ
সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ৩ কিলোমিটার রাস্তায় ১০০০ স্ট্রিট লাইট বসিয়ে অভিনব প্রতিবাদে সামিল হলেন গ্রামবাসীরা। ঘটনাটি চীনের জিয়ান প্রদেশের এক অখ্যাত তাওজিয়ার। গ্রামটির উন্নয়নে কেউ কোনোদিন নজর দেয়নি। না আছে ঠিকঠাক রাস্তা, না আছে রাস্তায় কোনো আলোর ব্যবস্থা। সেই গ্রামেই একদিন দেখা গেল আলোর ঝলকানি। রাস্তার দু’ধারজুড়ে আলোময়।
সাধারণত ৩০ থেকে ৫০ মিটার দূরত্বে বসানো হয় একেকটিস্ট্রিট লাইট।সেই হিসাবে ৩ কিলোমিটার রাস্তায় প্রয়োজন হয় ১০টি বাতিস্তম্ভ। সেখানে ১০০০! আন্তর্জাতিক বাণিজ্যের কারণে চীন সরকারের রাস্তা সম্প্রসারণ দরকার ছিল। তাই জিয়ান প্রদেশের ওই গ্রামটিকে নাকি তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল সরকার। প্রাথমিক ধাপ হিসেবে গ্রামের সব লাইট ভেঙে ফেলা হয়। আর তাতেই ক্ষেপে ওঠেন গ্রামবাসীর। তারা সংকল্প নেন, কিছু একটা জবাব দিতেই হবে।