উভয়কামী বলে এই নায়িকাকে অস্বীকার করে পরিবারই
কলকাতা টাইমস :
সমকামীতা এখনো আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই স্বীকৃত নয়। কিছু জায়গায় এর আইনি স্বীকৃতি থাকলেও মানসিকভাবে মেনে নিতে পারেন না অনেকেই। মার্কিন মুলুকও এ ক্ষেত্রে খুব আলাদা জায়গায় নেই। নিজের জীবনে সেই সত্যিটা বুঝেছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড।
‘অ্যাকোয়াম্যান’ খ্যাত অভিনেত্রী অ্যাম্বার উভয়কামী। সেই সত্যি বাড়িতে জানার পর নাকি কেঁদে ফেলেছিলেন তার বাবা-মা। এমনকি তাকে অস্বীকারও করে তারা। সদ্য এ কথা প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি।
‘টেক্সাসে আমার বাড়ি। ধর্মীয় আবহাওয়ায় বড় হয়েছি। যখন প্রথম বাড়িতে বললাম, এক মহিলাকে ভালবাসি তখন কেঁদে ফেলেছিলেন বাবা-মা। পরে পুরুষের প্রতিও সমান টান অনুভব করেছি। আমার এই সত্তা মেনে নিতে পারেননি তারা’ শেয়ার করেছেন অ্যাম্বার।
তবে পরিস্থিতি পরে বদলে যায়। অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ার পর বিশেষত অভিনয়ের জন্য পুরস্কৃত হওয়ার পর মেয়েকে মেনে নিয়েছিলেন অ্যাম্বারের বাবা-মা। ‘ওই ঘটনার পাঁচ বছর পর অ্যাওয়ার্ড পেয়েছিলাম। বাবা-মা গিয়েছিল অনুষ্ঠানে। আমার জার্নি দেখে ওদের দৃষ্টিভঙ্গি বা ধারণা অনেক বদলে গিয়েছিল’ বলেছেন অ্যাম্বার।