এয়ারপোর্টের মেঝেতে শুয়েই ঘুম ধোনির !
Dhoni sleeping on the floor of the airport!
কলকাতা টাইমসঃ আইপিএলের ব্যস্ত সূচির কারণে বিমানবন্দরের মেঝেতেই ঘুমিয়ে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। একটি ছবিতে দেখা যাচ্ছে, ব্যাগের উপর মাথা রেখে ঘুমাচ্ছেন ধোনি।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ধোনি নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আইপিএলের সময়সূচির সঙ্গে মানিয়ে নেওয়ার পর যদি সকালের ফ্লাইট থাকে তবে এমনই হয়।’ গত মঙ্গলবার রাতেই কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর অন্যত্র যাওয়ার বিমান লেট করায় বিমানবন্দরের মেঝেতেই বসে পড়েন তারা।