২ বছরের শিশুর পেটে আড়াই বছরের ভ্রূণ!
কলকাতা টাইমসঃ
পৌনে দু’বছরের শিশুর পেটে আড়াই বছরের ভ্রূণ! বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনার সাক্ষী থাকলো বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। চিকিৎসকদের দাবি, মায়ের পেটে থাকাকালীন একসঙ্গে বেড়ে ওঠা আরেকটি ভ্রূণ কোনোভাবে ওই শিশুর দেহে ঢুকে যায়। পাঁচ লক্ষের মধ্যে একজনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে বলেও জানান চিকিৎসকরা।
জানা গেছে, ২৩ মার্চ ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলেন বীরভূমের নানুর থানার পাকুড়হাস এলাকার বাসিন্দা বলরাম মাঝি। পাঁচ-ছ’মাস ধরে শিশুটির পেট ফুলে উঠছিলো। প্রথমে তারা সিয়ান হাসপাতালে যান। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা দেখেন, পেটের মধ্যে ভ্রূণের মতো মাংসপিণ্ড রয়েছে। চিকিৎসক নরেন মুখোপাধ্যায়ের নেতৃত্বে ১০ জনের একটি দল প্রায় দু’ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন। চিকিৎসক নরেন মুখোপাধ্যায় জানান, এটাকে বলে ‘ফিটাস ইন ফিটু’।