ছেলের গলা নকল করে প্রেমের প্রস্তাব ! গ্রেফতার তরুণী
কলকাতা টাইমস :
ছেলেদের গলা নকল করে সদ্য কিশোরীদের সঙ্গে প্রেম। এরপর বিভিন্ন ভাবে ব্ল্যাকমেলের চেষ্টা। অবশেষে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো শেওড়াফুলির এক কলেজছাত্রীকে। অভিযুক্তের নাম মৌমিতা চৌধুরী। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬টি মোবাইল ফোন।
ভাঙরের এক কলেজ ছাত্রীর অভিযোগে ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেফতার করে বারুইপুর সাইবার থানার পুলিশ। ছাত্রীটি জানায়, গত বছর নভেম্বরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মৌমিতার সঙ্গে তার আলাপ। হঠাৎই জানুয়ারিতে তার কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হয় অভিযোগকারী। অভিযোগ, প্রস্তাব নাকচ করলেই সোশাল মিডিয়ায় তাদের সম্পর্কে কুৎসা রটাতো মৌমিতা।