মৃত্যু বার্ষিকীতেই নিলামে উঠছে আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর ঘোষণাপত্র
কলকাতা টাইমসঃ
নিলামে উঠতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর ঘোষণাপত্র। আজ ১৪ এপ্রিল তাঁর মৃত্যু বার্ষিকীতেই দুর্লভ এই নথি অকশনে তুলছে নিলাম সংস্থা ‘রাব কালেকশন’। রাব কালেকশনের প্রেসিডেন্ট নাথান রাব জানান ‘এটি আমাদের এক দুর্লভ সংগ্রহ।’
১৮৬৫ সালের ১৪ এপ্রিল ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত ফোর্ড থিয়েটারে এক দুষ্কৃতী গুলি করে হত্যা করে আব্রাহাম লিঙ্কনকে। ওইদিন সকাল ৭টা ২২ মিনিটে প্রেসিডেন্টকে মৃত বলে ঘোষণা দেওয়া হয়। এরপর স্ট্যানটনের নির্দেশ মতো এসকার্ট একটি টেলিগ্রাম রেডি করেন। টেলিগ্রামে ওয়ার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে স্বাক্ষর করেন স্ট্যানটন। এই টেলিগ্রামটি মূলত ইসকার্টের হাতে লেখা ছিল। এই পত্রটিই লিঙ্কনের মৃত্যুর প্রমাণ। পাঁচ লাখ ডলার দাম উঠতে পারে বলে মনে করা হচ্ছে।