দুজন ‘মা’ মিলিত ভাবে জন্ম দিলো এক শিশু সন্তানের
কলকাতা টাইমসঃ
দুজন ‘মা’ মিলিত ভাবে জন্ম দিলো এক শিশু সন্তানের। বিশ্বে এই প্রথম ঘটলো এমন ঘটনা। এক্ষেত্রে দুই মায়ের ডিম্বাণুর সঙ্গে একজন পুরুষের শুক্রাণুর মিলন ঘটিয়ে এই সফলতা পেয়েছে গ্রিস ও স্পেনের একদল চিকিৎসক। গত ৯ এপ্রিল ওই শিশুর জন্ম হয়েছে।
জন্মের সময় শিশুটির ওজন হয় ২.৯ কেজি। মূলত ‘আইভিএফ’ পদ্ধতি অবলম্বন করে এই সন্তানের জন্ম দেওয়া হয়েছে। গ্রিসের ৩২ বছর বয়সী ওই মহিলা বর্তমানে সুস্থই রয়েছেন। এর আগে অন্তত ৪ বার তার ওপর আইভিএফ পদ্ধতি প্রয়োগ করা হয়। প্রতিবারই তা ব্যর্থ হয়।