ভারতে বন্ধ হলো ৫ কোটি মানুষের পছন্দের অ্যাপ ‘টিকটক’
কলকাতা টাইমসঃ
ম্যাদ্রাজ হাইকোর্টের নির্দেশে ভারতে টিকটক অ্যাপ বন্ধ করে দিলো গুগল। এই স্থগিতাদেশের বিরুদ্ধে অ্যাপটির মালিক চীনা কোম্পানি বাইটড্যান্স মঙ্গলবার উচ্চ আদালতে আপিল করলেও আদালত তা খারিজ করে দেয়। ভারতে প্রায় সোয়া এক কোটি তরুণ-তরুণী এই অ্যাপটি ব্যবহার করেন।
জনপ্রিয় এই অ্যাপের মাধ্যমে ছোট ছোট ভিডিও তৈরি করে তা শেয়ার করা হচ্ছিল। আবার নিজেদের পছন্দের গানের সাথে নাচ বা নানা ধরনের কমেডি তৈরিও সম্ভব এই অ্যাপটির দ্বারা। তবে টিকটক ব্যবহারকারীরা বুধবারও এটি ব্যবহার করতে পেরেছেন। বিশ্বজুড়ে এই অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০কোটি। ম্যাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণ ছিলো এই অ্যাপের মাধ্যমে যৌনতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।