January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

১৫ দিনের শিশুকে বাঁচাতে ৪০০ কিলোমিটার রাস্তায় গ্রীন করিডর !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মানবিকতার এক অনন্য নজির গড়লো কেরালা। হৃদরোগে আক্রান্ত ১৫ দিনের এক শিশুকে চিকিৎসার জন্য ৪০০ কিলোমিটার রাস্তা গ্রীন করিডর তৈরি করে নিয়ে যাওয়া হলো অন্য এক হাসপাতালে। কেরালার উত্তর কাসারাগড জেলার এক শিশু জন্মের পরই তার হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে হয়। এরপর শিশুটির যকৃত ও কিডনি কাজ করা বন্ধ করে দেয়।

অভিভাবকরা সিদ্ধান্ত নেন তাকে উন্নত চিকিৎসার জন্য তিরুবন্তপুরমে নিয়ে যাওয়া হবে। এতে শিশুটির জীবনের ঝুঁকি ছিল। বিষয়টি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নজরে আসে এবং তার হস্তক্ষেপে খুব দ্রুত গ্রীন করিডর তৈরির ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রী নিজে ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষকে রাস্তায় যানজট সৃষ্টি না করার জন্য অনুরোধ জানান।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা অভিভাবকদের জানান শিশুটির চিকিৎসার ব্যয়ভার সরকার গ্রহণ করবে। এক প্রশাসনিক কর্তা জানান, গ্রীন করিডর সফল হয়েছে পুলিশ, অ্যামুলেন্স চালক এবং চিকিৎসকদের মধ্যে ক্রমাগত সমন্বয়ের ফলে। সাড়ে পাঁচ ঘণ্টায় ৪০০ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া মুখের কথা নয়। শুধু পেট্রোল পাম্পে তেল নিতে একবার থেমেছিল অ্যাম্বুলেন্সটি।

Leave a Reply