এই প্রথম প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন কোনো দৃষ্টিহীন নাবিক
কলকাতা টাইমসঃ
এই প্রথম প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন কোনো দৃষ্টিহীন নাবিক। আজ শনিবার বিরল এই নজির গড়লেন জাপানের বাসিন্দা মিৎসুহিরো ইওয়ামোতো। আজ সকালে তার ১২ মিটারের ইয়ট নিয়ে জাপানে পৌঁছনোর পর তাকে অভ্যর্থনা জানান জাপানবাসী। আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে প্রায় ২ মাস ধরে ১৪ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আজ জাপানের ফুকুশিমা বন্দরে পৌঁছেন তিনি।
৫২ বছর বয়সী অসীম সাহসী এই নাবিক সান দিয়াগোর বাসিন্দা। তিনি ২৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করার সময় সহকারী হিসেবে সঙ্গে নেন মার্কিন নাগরিক ডউগ স্মিথকে। মূলত বাতাসের দিক পরিবর্তনের মতো তথ্য দিয়ে তিনি নাবিককে সাহায্য করেছেন।
বছর ছ’য়েক আগে তিনি একবার এই কাজের চেষ্টা করেছিলেন। কিন্তু তার ভাগ্য সেদিন তাকে সঙ্গ দেয়নি। সেবার তার ইয়টটি তিমির আঘাতে ডুবে যায়। আইওয়ামোতো মাত্র ১৬ বছর বয়সে তার দৃষ্টিশক্তি হারান।