চার বছরের এই মেয়েটি কেমিষ্ট্রি ও বায়োলজিতে মাস্টার!
রসায়নশাস্ত্র পড়তে যে কেউই হিমশিম খায়। এই সাবজেক্টটা চারটেখানি কথা নয়। আর সেই অসাধ্যকেই কিনা সাধন করেছে পুচকে একটা মেয়ে! তার নাম ব্রিয়েলে মিল্লা। বয়স মাত্র ৪ বছর। আর এই বয়সেই সে রসায়নশাস্ত্র গুলে খেয়েছে।
রসায়নশাস্ত্রের উপরে তার অগাধ পাণ্ডিত্য রয়েছে আর সেটাই সে অকপটে দেখিয়ে চলেছে! শুধু রসায়নই নয়, মিল্লা বায়োলজিতেও দারুণ দক্ষ। দ্য এলেন ডি’ জেনারের শোয়ে এসে মিল্লা বায়োলজি নিয়ে যা বলল, তাতে তো অনেক বিজ্ঞানীরই চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। অন্তত এই বসয়ে এমন জ্ঞান সচরাচর দেখা যায় না।
মিল্লা জানে, মানুষের ভারসাম্য রক্ষা করে কান। কার্ডিও ভাস্কুলার সিস্টেম ও হৃদযন্ত্রের কাজ সম্পর্কে বেশ স্বচ্ছ ধারণা মিল্লার। ক্ষুদ্রান্ত কীভাবে খাবারের বড় টুকরোকে ছোট করে পাচনপ্রক্রিয়া সম্পন্ন করে, সে-ও নখদর্পণে মিল্লার। আর এই শোয়ে এসে মিল্লা দেখিয়ে দিয়েছে, উজ্জ্বল ভবিষ্যৎ তার।