দীর্ঘ ৭ মাস পর মায়ের কোলে ফিরলো বিশ্বের ক্ষুদ্রতম শিশু
কলকাতা টাইমসঃ
গত ১ অক্টোবর বিশ্বের ক্ষুদ্রতম শিশুপুত্রের জন্ম দিয়েছিলো জাপানের এক দম্পতি। সেদেশের নাগানো শিশু হাসপাতালে জন্ম নেওয়া রায়ুসুকে সেকিয়ার ওজন ছিলো মাত্র ২৫৮ গ্রাম। দৈর্ঘ ২২ সেন্টিমিটার। জাপানের স্বাস্থ্য দপ্তর জানায়, গত বছরই টোকিও হাসপাতালে জন্ম হওয়া এক সদ্যোজাত পুত্রের ওজন হয়েছিল ২৬৮ গ্রাম। সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছে রায়ুসুকে সেকিয়া।
ডাক্তাররা আরো জানিয়েছেন, রায়ুসুকে প্রিটার্ম এবং প্রিম্যাচিওর বেবি। নজিরবিহীন ভাবে মাত্র ২৪ সপ্তাহ পাঁচ দিনের মাথায় তার জন্ম হয়। লাইফ সাপোর্টের জন্য সদ্যোজাতকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। তুলো দিয়ে রায়ুসুকেকে মায়ের বুকের দুধ খাওয়ানো হতো। জন্মের সাত মাস পর শিশুটিকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলো হাসপাতাল কতৃপক্ষ।