টি-২০ ক্রিকেটে ১ ওভারে ৫ বল করার প্রস্তাব !
নিউজ ডেস্কঃ
টি-২০ ক্রিকেটে ১ ওভারে ৫ বল করার প্রস্তাব দিয়েছে ইংল্যান্ডের টেলিভিশন ব্রডকাস্টাররা। মূলত টি-২০ ক্রিকেটকে আড়াই ঘণ্টার মধ্যে শেষ করতেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) এই প্রস্তাব দিয়েছে তারা। এজন্য বেশ চাপেই আছে ইসিবি।
ইংলিশ গণমাধ্যমে এ ব্যাপারে প্রকাশিত এক খবরে আর বলা হয়েছে, ইসিবিকে দেওয়া টেলিভিশন ব্রডকাস্টারদের প্রস্তাব এমন- ‘২০২০ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে টি-২০ লিগ নতুনভাবে চালু করা যেতে পারে। সেখানে ৬ বলের পরিবর্তে ৫ বলের ওভার করা হবে। এমনকি, সময় বাঁচাতে পুরো ম্যাচে মাত্র একবার বোলিং প্রান্ত পরিবর্তনের নিয়ম করা হোক।’ টেলিভিশন ব্রডকাস্টারদের এমন প্রস্তাবে চাপে পড়ে গেছে ইসিবি। টিভি স্বত্ব থেকে পাওয়া বড় অঙ্কের আয় পেতে হলে এমন প্রস্তাব বিবেচনা করা শুরু করে দিয়েছে ইসিবি।