অ্যাপের মাধ্যমে দেশের মহিলাদের নিয়ন্ত্রণ করে সৌদি !
কলকাতা টাইমসঃ
অ্যাপের নাম ‘আবশের’। এটি সৌদি সরকারের একটি ই-সার্ভিস অ্যাপ। অভিযোগ এই অ্যাপের মাধ্যমেই সৌদি আরবের সমস্ত মহিলাদের নিয়ন্ত্রণ করে সেদেশের সরকার। তাদের গতিবিধি থেকে কাজকর্ম, সবকিছুর ওপরেই নজরদারি চালানো হয় এর মাধ্যমে। জানা যাচ্ছে, অ্যাপটির সৌদি ভার্সানও রয়েছে যা অ্যাপল ও গুগল প্লে-স্টোরে পাওয়া যায়। এর মাধ্যমে মহিলাদের পাসপোর্ট ব্যবহার করা হলে এসএমএসের মাধ্যমে আপডেট পান পুরুষ সদস্যরা।
সৌদি আরব থেকে পালিয়ে জর্জিয়ায় আশ্রয় নেওয়া মাহা ও ওয়াফা আল সুবেই নামের এই দুই বোন সৌদির এই অ্যাপের কথা প্রকাশ্যে আনেন। এই ‘অমানবিক’ অ্যাপটি তুলে নিতে তারা অ্যাপল ও গুগল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। যদিও এই বিষয়ে গুগল বা অ্যাপল এখনো কোনো মন্তব্য করেনি।