ডলার বোঝাই গাড়ি নিয়ে চম্পট দিলো রক্ষী !
কলকাতা টাইমসঃ
রক্ষকই যখন ভক্ষক। ঠিক এমনটাই ঘটেছে সাউথ ওয়েস্ট লন্ডনের ক্লাফাম শহরে। ডলার বোঝাই গাড়ি নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিলো তার। সেই টাকা নিয়েই পালালো যুবক। অভিযুক্ত নিরাপত্তাকর্মীর নাম জোয়েল মার্চ। মঙ্গলবার ক্লাফাম শহরে জি-৪-এস কম্পানির গাড়িতে থাকা ৪০ টি ডলারের বাক্স নিয়ে উধাও হয়ে যায় সে।
মঙ্গলবার সকাল ৮টা ৫৭ মিনিটে ক্লাফাম শহরের একটি নির্জন সড়কে নীল রঙের গাড়িটি পার্ক করেন জোয়েল। স্থানীয় এক বাসিন্দার বক্তব্য, তার কাছে ব্যাপারটি সন্দেহজনক মনে হয়। তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। অভিযুক্ত জোয়েল মার্চের মা রোয়েনা ওয়াটসন জানান, মঙ্গলবার কাজে যাওয়ার সময় ফোনটি বাড়িতে ফেলে যায় জোয়েল। তিনি বলেন, ‘জোয়েল কিছুটা চাপের মধ্যে ছিল। কিন্তু কেন সে এমনটি করল তা বুঝতে পারছি না। আমি যতদূর জানি, তার কোনো টাকার সমস্যা ছিল না।’