আরেক আফ্রিদি ঝড় তুলছে পাকিস্তান জুড়ে
নিউজ ডেস্কঃ
নতুন আফ্রিদি পেয়ে গেল পাকিস্তান। তবে এই আফ্রিদি ব্যাটসম্যান নন। তিনি একজন বোলার। মাত্র ১৭ বছরেই প্রচারের আলোয় চলে এলেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ৮ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন শাহিন। এবার পাকিস্তান সুপার লিগেও নিজের কেরামতি দেখালেন তিনি।
টি-২০ টুর্নামেন্টটিতে লাহোরের হয়ে খেলেন শাহিন। মুলতান সুলতানসের বিরুদ্ধে বাঁহাতি পেসার ৫ উইকেট নিলেন। দিয়েছেন মাত্র ৪ রান। টি২০ ক্রিকেটে অন্যতম সেরা বোলিং স্পেল। যা চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার টি২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট পেয়েছিলেন।
শাহিনের দুরন্ত বোলিং দেখে মুগ্ধ শহিদ আফ্রিদি। ট্যুইটারে বলেছেন, ‘শাবাস শাহিন আফ্রিদি। একটা চ্যাম্পিয়ন তৈরি হচ্ছে। কী দুরন্ত বোলিং করল শাহিন আফ্রিদি। এবারের টুর্নামেন্টের সেরা বোলিং। শাহিন আফ্রিদি। খুব শীঘ্রই বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে উঠবে।’ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজা বলেছেন, ‘নতুন তারার জন্ম হল। সবচেয়ে কম বয়সে পিএসএলে একটি ম্যাচে ৫ উইকেট দখল করল শাহিন। এক ওভারে মেডেন সহ ৩ উইকেট। ১৮টি ডট বল। দুর্দান্ত বোলিং করল শাহিন আফ্রিদি। মুলতানকে একাই শেষ করে দিল।’