৭২ ঘণ্টায় ডেঙ্গু থেকে মুক্তি দেবে এই ওষুধ
কলকাতা টাইমস :
হোমিওপ্যাথিতে ডেঙ্গুর চিকিৎসা আছে। ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হোমিওপ্যাথির মাধ্যমে ডেঙ্গি নিরাময় সম্ভব বলে জানিয়েছে ভারতের কর্নাটকের একটি সংস্থা।
প্রতিবছর বর্ষা এলেই ডেঙ্গু থাবা বসায় এরাজ্যে। মশা নিধন থেকে শুরু করে সচেতনতা অভিযান, সবই চলে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু, শীতের আমেজ না পড়া পর্যন্ত বাগে আনা যায় না বেয়াড়া এই রোগটিকে। সাধারণত, এডিস মশার কামড় থেকেই ডেঙ্গুর সংক্রমণ হয়। জ্বর, গায়ে ব্যথা, র্যাশ, বমি, পেট খারাপ-এই রোগের প্রাথমিক লক্ষণ। যদিও সময়ের সঙ্গে সঙ্গে পালটে যায় উপসর্গ।
কর্নাটকের ওই সংস্থা জানাচ্ছে, হোমিওপ্যাথির মাধ্যমে ডেঙ্গিকে বাগে আনা সম্ভব। ডেঙ্গুতে রক্তে প্লেটলেট দ্রুত কমে যায়। যা রোগীকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিন্তু, ওষুধের মাধ্যমে সেই প্লেটলেট কাউন্ট ঠিক রাখা সম্ভব। ফলে দু’থেকে তিনদিনের মধ্যে শরীর ছেড়ে পালাতে শুরু করে ডেঙ্গুর জীবাণু।
সংস্থার কর্ণধারের কথা অনুযায়ী, সম্পূর্ণ ভারতের উপাদানে তৈরি এই ওষুধটি হোমিওপ্যাথি ফর্মুলা মেনে তৈরি। হোমিওপ্যাথি শাস্ত্রে আগে থেকেই ছিল ওষুধটি। তাঁরা নতুন করে বাজারে নিয়ে এসেছেন মাত্র । ইতিমধ্যেই কর্নাটক, হরিয়ানা ও দিল্লিতে এই ওষুধ চালু রয়েছে। কাজেও লাগছে ওষুধটি। প্রয়োজনে ওই রাজ্য সরকারকেও বিনামূল্যে ওষুধ সরবরাহ করতে পারেন তাঁরা।