ক্রিকেট মাঠে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো অস্ট্রেলিয়া !
নিউজ ডেস্কঃ
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শিল্ডের ম্যাচে গাব্বায় শুক্রবার ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। আর এর জন্য গুনতে হয়েছে জরিমানাও। উইকেটরক্ষকের গ্লাভস পরে নিলেন দলের ফিল্ডার। পরিণতি স্বরূপ প্রতিপক্ষ পেয়ে গেল পেনাল্টি বাবদ ৫ রান।
কুইন্সল্যান্ডের ক্রিকেটার ম্যাট রেনশ ফিল্ডিং করছিলেন প্রথম স্লিপে। দলের উইকেটরক্ষক জিমি পিয়ারসন স্কোয়ার লেগের দিকে দৌড়চ্ছিলেন একটি বল ধরার জন্য। দৌড়তে দৌড়তে হাত থেকে একটি গ্লাভস তিনি ফেলে দেন। তৎক্ষণাৎ গ্লাভসটি পরে নেন রেনশ। পিয়ারসন বলটি ধরে যখন ছুঁড়লেন গ্লাভস পরা হাতেই তা তালুবন্দি করেন রেনশ। উইকেটরক্ষক নিজের স্থানে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্লাভস ফেরত দেন রেনশ। নিছক মজা! কিন্তু ক্রিকেটের ২৭.১ নিয়ম অনুযায়ী তা অন্যায়। যার ফলস্বরূপ বিপক্ষকে পাঁচ রান অতিরিক্ত দেওয়া হয়।
খেলার পর রেনশ বলেন, ‘গ্লাভসটা আমার সামনেই পড়ে ছিল। নিজক মজা করেই গ্লাভসটা হাতে পরেছিলাম। যাতে বলটা সহজে ধরা যায়। যদিও ক্রিকেটের এই নিয়মটা আমি জানতাম না। আম্পায়াররা বিপক্ষকে ৫ রান পেনাল্টি বাবদ দেন।’ ক্রিকেটের নিয়ম অনুযায়ী ফিল্ডিং করা দলের একমাত্র উইকেটরক্ষক ছাড়া আর কেউ গ্লাভস পরতে পারেন না। যদিও তাতে রেনশর দলের কোনো ক্ষতি হয়নি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়ে দেয় কুইন্সল্যান্ড।