January 21, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

সাংবাদিক না সিগাল !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সিগালের এক আজব ভিডিও টুইটারে পোস্ট করেছে লন্ডনের টিএফএল ট্রাফিক নিউজ। ট্রাফিক আপডেট দেওয়ার জন্য লাগানো ক্যামেরায় ধরা পড়েছে দৃশ্যটি। তাতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে এসে সিগাল মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সাংবাদিকদের মতন রীতিমতন পিডিসি দিচ্ছে। ক্যামেরায় তাদের গলার আওয়াজ ধরা না পড়লেও আলোড়ন ফেলেছে তাদের ভাবভঙ্গি।

সিগালটি ক্যামেরার সামনে বসে অভিজ্ঞের মতো আচরণ করে গেলো বেশ কিছুক্ষণ ধরে। জানা গেছে, লন্ডনের এ-১০২ ব্রুন্সউইকে ট্রাফিক সিগনালের কাছে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে এই ভিডিও। ইতোমধ্যেই প্রায় ১৬ লাখ মানুষ ভিডিওটি দেখে ফেলেছে।

Related Posts

Leave a Reply