বিশ্বে মহামারীর আকার নিচ্ছে এরকম মানুষের সংখ্যা
পৃথিবীতে মহামারি আকারে বৃদ্ধি পাচ্ছে মোটা মানুষের সংখ্যা। বর্তমান বিশ্বে ৬৪ কোটি ১০ লাখের বেশি মানুষ স্থূলতায় সমস্যায় ভুগছে। বডি মাস ইনডেক্সের (বিএমআই) এর গবেষণায় বিষয়টি উঠে এসেছে।
এতে বলা হয়েছে, গত ৪০ বছর বিস্ময়করভাবে বিএমআই স্কোর ৩০ (স্থূলতা ধরা হয় বিএমআই স্কোর ৩০ হলেই) বা এর বেশি সংখ্যার মানুষ বাড়ছে ব্যাপক হারে। ১৯৭৫ সালের স্থূলকায় মানুষের সংখ্যা ছিল ১০ কোটি ৫০ লাখ। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৪ কোটি ১০ লাখে। প্রতি ১০ জনে একজন পুরুষ এবং প্রতি সাত জনে একজন নারী স্থূলতার সমস্যায় ভুগছেন।
ওজন ও উচ্চতার ওপর ভিত্তি করে একজন ব্যক্তির বিএমআই নির্ধারণ করা হয়। বিএমআই স্কোর ২৫ এর নিচে থাকলে স্বাভাবিক ওজন ধরা হয়। আর বিএমআই স্কোর যদি ৩০ বা তার চেয়ে বেশি হয় তাহলে স্থূলতা হিসেবে ধরা হয়।