November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ওপার বাংলা রোজনামচা

৪ মাসের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন খালেদা জিয়া 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত এই আদেশ দিয়েছেন।

আদালতে খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন প্রবীণ আইনজীবী জয়নুল আবেদীন। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন অ্যাটনি জেনারেল মাহবুবে আলম এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও করা হয়।

বাংলাদেশের আইনমন্ত্রী রায় ঘোষণার পরে বলেন, হাইকোর্টের এই রায় প্রমাণ করে সরকার আদালতের ওপর কোনো হস্তক্ষেপ করে না। আদালত স্বাধীন। আদালতের রায়ের কপি জেলে পৌঁছনোর পরই বেগম জিয়া মুক্তি পাবেন।

Related Posts

Leave a Reply