মোহময়ী ‘রেড রিভার’ !

কলকাতা টাইমসঃ
এই নদীর জলের রং লাল! তাই নদীটিকে ডাকা হয় ‘রেড রিভার’ নামে। দক্ষিণ আমেরিকার পেরুর কাসকো শহরের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে বয়ে গেছে এই লাল নদী। বর্ষায় এই নদীর মোহময়ী রূপ দেখতে সেখানে ছুটে যান হাজার হাজার পর্যটক।
নদীটির উৎপত্তি হয়েছে পলকোয়ো রেনবো পার্বত্য উপত্যকা থেকে। পলকোয়ো পর্বত নানা রকম খনিজে সমৃদ্ধ। এক একটি স্তরে এক একটি খনিজ পদার্থ রয়েছে। ভূবিজ্ঞানীদের মতে, পলকোয়া পর্বতের যে অংশ দিয়ে নদীটি বয়ে গেছে সেখানে আয়রন অক্সাইডের পরিমাণ খুব বেশি। এই আয়রন মিশে গিয়ে জলের রং লাল করে তুলেছে।