এভারেস্ট সাফাই অভিযানে উদ্ধার ৪ মৃতদেহ
কলকাতা টাইমসঃ
এভারেস্ট পরিষ্কারের অভিযান শুরু করেছে নেপাল। তাদের অভিযানে এখনও পর্যন্ত ৫ টন, অর্থাৎ পাঁচ হাজার কেজি প্লাস্টিক উদ্ধার করেছে তারা। এছাড়াও উদ্ধার হয়েছে চারটি মৃতদেহ। নেপালের পর্যটন দপ্তরের ডিরেক্টর জেনারেল ডান্ডু রাজ ঘিমিরে বলেন, গত এপ্রিল মাসে শুরু হয়েছিল অভিযান। ৮ মে পর্যন্ত প্রায় পাঁচ হাজার কেজি বর্জ্য পাওয়া গিয়েছে। জুনের প্রথম সপ্তাহেরই শেষ হবে এই অভিযান ।
গত ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে নেপালি নববর্ষ । সেদিন থেকেই শুরু হয়েছে ৪৫ দিন ব্যাপী এই এভারেস্ট ক্লিনিং অভিযান। তারা মনে করছে অন্তত ১০ হাজার কেজি আবর্জনা এভারেস্ট থেকে সরিয়ে ফেলতে সক্ষম হবে তারা। একই সঙ্গে সেখানে দুর্ঘটনার কবলে মৃত্যু হওয়া অভিযাত্রীদের মৃতদেহ উদ্ধারেও সচেষ্ট হবে নেপাল প্রশাসন।