মা’য়েরা উধাও এই গ্রাম থেকে !
কলকাতা টাইমসঃ
ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপ। এখানে বেড়ে ওঠা শিশুরা জানেনা মা কি! যে কারণে এই গ্রামের স্থানীয় নাম ‘মা-হীন গ্রাম’। কারণ এই গ্রামের তরুণীরা সকলেই বিদেশে পাড়ি জমান কাজের উদ্যেশে। এখানে জন্ম নেওয়া শিশুরা মানুষ হয় তাদের মামি, পিসি, বা জেঠির কাছে।
আশির দশক থেকেই লম্বোক দ্বীপে চলে আসছে এই রেওয়াজ। কাজের সন্ধানে কেউ সৌদি আরব, কেউ মালয়েশিয়া বা কেউ সিঙ্গাপুর পাড়ি জমান।যে কারণে ইন্দোনেশিয়ার প্রবাসী শ্রমিকদের দুই-তৃতীয়াংশই এখন মহিলা। তারা দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন থাকেন। তাদের উপার্জনের পয়সাতেই ওই গ্রামের ঘরে ঘরের হেসেল সচল থাকে। দীর্ঘ দিন তারা তাদের সন্তানদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তখন তারা নিজের মা’কেও চিনতে পারে না। এভাবেই দশকের পর দশক ধরে চলছে এক বিচিত্র জীবন যাপন।